ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

পরকীয়ার অভিযোগে গৃহবধূকে খুন্তি দিয়ে নির্যাতন

মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাটি ঘামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। মুখখুলতেও সাহস পাচ্ছেনা ভিকটিমের পরিবার। ঘটনাটি গত বুধবার হলেও জানাজানি হয়েছে শুক্রবার রাতে।

 

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২৭ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার মফিজ সরদারের ছেলে সোহাগ সরদার তার ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীকে কৌশলে গেস্টরুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তিনি ঘটনাটি সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করে ভিকটিমকে ব্লাকমেইল করতে থাকেন। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর দুপুরে সোহাগ সরদারের ছোট ভাই জসিম সরদার ভিকটিমকে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে নির্যাতণ শুরু করেন। ঠিক সেই সময় পূর্বপরিকল্পিতভাবে সোহাগ সরদারের পক্ষ নিয়ে সাজিদ হাওলাদার, মিম বেগম, লামিয়া, ঝর্ণা বেগম, কালাম সরদারসহ আরও কয়েকজন ওই গৃহবধূর কক্ষে প্রবেশ করে দরজা-জানালা বন্ধ করে বেদম মারধর করেন। নির্যাতনের একপর্যায় তারা খুন্তি গরম করে গৃহবধূর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাকা দেয়। এরপর দড়ি দিয়ে বেঁধে ঘরের ভেতরে আটকে রাখা হয়। দীর্ঘ সময় ভিকটিমকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢামেক বার্ন ইউনিটে পাঠান।

ভিকটিম বলেন, আমাকে যারা নির্যাতণ করেছে তাদের বিচার চাই। ওরা প্রভাবশালী তাই এলাকার কেউ কিছু বলার সাহস করে না। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতণ করেছে। আমাকে ব্লাকমেইল করেছে।

এ ঘটনায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভিকটিমকে আটকে রেখে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

পরকীয়ার অভিযোগে গৃহবধূকে খুন্তি দিয়ে নির্যাতন

আপডেট সময় : ১০:৩৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫

মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনাটি ঘামাচাপা দেয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। মুখখুলতেও সাহস পাচ্ছেনা ভিকটিমের পরিবার। ঘটনাটি গত বুধবার হলেও জানাজানি হয়েছে শুক্রবার রাতে।

 

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২৭ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার মফিজ সরদারের ছেলে সোহাগ সরদার তার ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীকে কৌশলে গেস্টরুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ সময় তিনি ঘটনাটি সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করে ভিকটিমকে ব্লাকমেইল করতে থাকেন। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও ভয়ভীতি প্রদর্শন করেন। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর দুপুরে সোহাগ সরদারের ছোট ভাই জসিম সরদার ভিকটিমকে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে নির্যাতণ শুরু করেন। ঠিক সেই সময় পূর্বপরিকল্পিতভাবে সোহাগ সরদারের পক্ষ নিয়ে সাজিদ হাওলাদার, মিম বেগম, লামিয়া, ঝর্ণা বেগম, কালাম সরদারসহ আরও কয়েকজন ওই গৃহবধূর কক্ষে প্রবেশ করে দরজা-জানালা বন্ধ করে বেদম মারধর করেন। নির্যাতনের একপর্যায় তারা খুন্তি গরম করে গৃহবধূর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাকা দেয়। এরপর দড়ি দিয়ে বেঁধে ঘরের ভেতরে আটকে রাখা হয়। দীর্ঘ সময় ভিকটিমকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢামেক বার্ন ইউনিটে পাঠান।

ভিকটিম বলেন, আমাকে যারা নির্যাতণ করেছে তাদের বিচার চাই। ওরা প্রভাবশালী তাই এলাকার কেউ কিছু বলার সাহস করে না। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতণ করেছে। আমাকে ব্লাকমেইল করেছে।

এ ঘটনায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভিকটিমকে আটকে রেখে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।