
ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চড় চৌহাট গ্রামে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে রাহিম (৩৫) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদের নেতৃত্বে একটি টিম চড় চৌহাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রাহিমের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে সাব-ইন্সপেক্টর নিয়াজ মোর্শেদ বলেন, “অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রাহিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।”
স্থানীয়রা জানায়, রাহিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার গ্রেপ্তারের খবরে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।