ঢাকা ১১:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, বাংলাদেশি শহিদুল আটক

ছবি: সংগৃহিত

বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে গাজার উদ্দেশ্যে যাত্রাকালে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার তিনি ফেসবুক পোস্টে এই তথ্য জানানোর পরপরই তাকে বহনকারী জাহাজ দ্য কনসায়েন্স এ হামলা চালায় ইসরায়েলি সেনারা।

আটকের আগে শহিদুল আলম তার ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন,আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে তারা। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাই, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যান।

আলজাজিরার খবরে বলা হয়, ফ্রিডম ফ্লোটিলা নামে একটি মানবিক সহায়তা মিশনের অংশ হিসেবে শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও কর্মী গাজার দিকে যাচ্ছিলেন। পথে ইসরায়েলি বাহিনী তাদের বহনকারী দ্য কনসায়েন্স নামের প্রধান জাহাজ এবং এর সঙ্গে থাকা আরও তিনটি ছোট নৌকায় হামলা চালায় ও যাত্রীদের আটক করে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) এ দেওয়া বিবৃতিতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় দাবি করে, আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টার অংশ হিসেবে অভিযান চালানো হয়। যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন। তাদের নিজ নিজ দেশে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ফ্লোটিলায় ইসরায়েলি হামলা, বাংলাদেশি শহিদুল আটক

আপডেট সময় : ১১:৩৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

বাংলাদেশের প্রখ্যাত ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে গাজার উদ্দেশ্যে যাত্রাকালে আটক করেছে ইসরায়েলি বাহিনী। বুধবার তিনি ফেসবুক পোস্টে এই তথ্য জানানোর পরপরই তাকে বহনকারী জাহাজ দ্য কনসায়েন্স এ হামলা চালায় ইসরায়েলি সেনারা।

আটকের আগে শহিদুল আলম তার ফেসবুক পেজে একটি ভিডিওবার্তা প্রকাশ করেন। সেখানে তিনি বলেন,আমি শহিদুল আলম, বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝবেন যে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে অপহরণ করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে তারা। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাই, ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যান।

আলজাজিরার খবরে বলা হয়, ফ্রিডম ফ্লোটিলা নামে একটি মানবিক সহায়তা মিশনের অংশ হিসেবে শহিদুল আলমসহ ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও কর্মী গাজার দিকে যাচ্ছিলেন। পথে ইসরায়েলি বাহিনী তাদের বহনকারী দ্য কনসায়েন্স নামের প্রধান জাহাজ এবং এর সঙ্গে থাকা আরও তিনটি ছোট নৌকায় হামলা চালায় ও যাত্রীদের আটক করে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স (সাবেক টুইটার) এ দেওয়া বিবৃতিতে অভিযান চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় দাবি করে, আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করে যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টার অংশ হিসেবে অভিযান চালানো হয়। যাত্রীদের একটি ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হয়েছে এবং তারা সবাই সুস্থ ও নিরাপদ আছেন। তাদের নিজ নিজ দেশে দ্রুত পাঠিয়ে দেওয়া হবে।