ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

নাশকতার সন্দেহে ছাত্রলীগ নেতাসহ ১১ জন আটক

ছবি: সংগৃহিত

রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শাখার সাত নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ অক্টোবর) ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে অবস্থান করছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতার উদ্দেশ্যে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ও অন্যান্য অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই নিয়মিত মামলা রয়েছে এবং তারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে সবাইকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

নাশকতার সন্দেহে ছাত্রলীগ নেতাসহ ১১ জন আটক

আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫

রাজধানীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শাখার সাত নেতাকর্মীসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ অক্টোবর) ডিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতরা রাজধানীতে অবস্থান করছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতার উদ্দেশ্যে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদিকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ও অন্যান্য অপরাধে জড়িত আরও ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (৬ অক্টোবর) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারদের কাছ থেকে চারটি অটোরিকশার ব্যাটারি, ১০০ পুরিয়া হেরোইন, ৩০ গ্রাম গাঁজা ও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে আগে থেকেই নিয়মিত মামলা রয়েছে এবং তারা বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে সবাইকে আদালতে পাঠানো হয়েছে।