
আলবেনিয়ার রাজধানী তিরানার আপিল আদালতে বিচার চলাকালীন এক বিচারককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (স্থানীয় সময়) সম্পত্তি সংক্রান্ত একটি মামলার শুনানির সময় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। হামলায় মামলার বাদী পক্ষের বাবা-ছেলেও গুলিবিদ্ধ হন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে নিহত বিচারকের নাম অ্যাস্ট্রিট কালাজা। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পথেই মৃত্যু হয়।
আলবেনিয়ান পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী এক পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে, যাকে ‘ই. শ’ নামে শনাক্ত করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমের দাবি, তার নাম এলভিস শকাম্বি। শকাম্বির চাচা মামলার আসামি, তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
শুনানির একপর্যায়ে রায় ঘোষণার পরপরই আসামি বেল্ট থেকে পিস্তল বের করে বিচারককে লক্ষ্য করে গুলি চালায়। এরপর সে বাদী বাবা ও ছেলেকেও গুলি করে আহত করে। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তারা প্রাণঘাতী অবস্থায় নেই।
হামলার পর শকাম্বি আদালত কক্ষ ত্যাগ করে একজন কেরানির কাছে পিস্তল জমা দেন। তদন্তকারীরা জানিয়েছেন, হামলার আগে তিনি ও তার চাচা ঘণ্টাখানেক ধরে আদালতের লবিতে ঘোরাফেরা করছিলেন। এতে সন্দেহ করা হচ্ছে, হামলার পরিকল্পনা আগেই করা হয়েছিল এবং তার চাচা হয়তো সহায়তাকারী ছিলেন।
আদালতে গুলি চালানোর ঘটনায় একজন নিরাপত্তা কর্মকর্তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। ৬৩ বছর বয়সী ওই নিরাপত্তারক্ষী হামলাকারীকে ধাতব ডিটেক্টর থাকার পরও পরীক্ষা না করে আদালতে ঢুকতে দেন। এছাড়া আদালতের নিয়ম অনুযায়ী প্রবেশকারীদের নাম রেজিস্ট্রারে লিপিবদ্ধ করার কথা থাকলেও, তারা সেই প্রক্রিয়াও মানেননি।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে তদন্ত চলছে। আদালতের ভেতর এই হত্যাকাণ্ড আলবেনিয়ার বিচারব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।