
বিসিবি নির্বাচন পরবর্তী বিতর্কে আবারও নামলেন তামিম ইকবাল। নির্বাচনের প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এটি নির্বাচন’ হিসেবে কোনো গ্রহণযোগ্যতা পায়নি। বুধবার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তামিম জানান, নির্বাচন ছিল স্বচ্ছতা বঞ্চিত, এবং নিজের ই-ভোট দেয়ার ব্যাপারে বিভ্রান্তি হয়েছে।
তিনি বলেন, আমি ই-ভোটের জন্য আবেদন করেছিলাম, কিন্তু বিভিন্ন সংবাদে দেখলাম আমি ভোট দিয়েছি। পরে জানতে পারি, আমার কোনো ই-ভোট কাস্টিং হয়নি। বিষয়টি ফেসবুকে শেয়ার করি এবং ইসিকে মেইল পাঠাই, তারা জানায় আমার কোনো ভোট পড়েনি।
তামিম আরও বলেন, “ক্লাব সংগঠকরা যেন ভবিষ্যতে নিজেদের অবস্থান বদলাতে না যান, কারণ আমরা শুরু থেকেই সমঝোতায় একমত ছিলাম না, তাই বের হয়ে এসেছি। তারা যেটা ঠিক মনে করেছেন, সেটাই সিদ্ধান্ত নেবেন, আর সেটিই শেষ স্টেটমেন্ট থাকবে।”
নিজের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস ব্যক্ত করে তিনি যোগ করেন, ব্যক্তিগতভাবে নির্বাচন করলে আমি সহজেই পাস করতাম। এতে কোনো সন্দেহ ছিল না, কারণ আমরা সবাই ক্রিকেটের উন্নয়নের জন্য কাজ করছি।