
দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন আর্জেন্টিনার প্রখ্যাত ফুটবলার ও কোচ মিগুয়েল অ্যাঞ্জেল রুসো। বুধবার (৮ অক্টোবর) তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
রুসোর মৃত্যুতে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানায়, মিগুয়েল অ্যাঞ্জেল রুসোর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা। শান্তিতে ঘুমাও, মিগুয়েল।
২০১৭ সালে ক্যানসার ধরা পড়লেও রুসো তার কোচিং ক্যারিয়ার চালিয়ে যান একাগ্রতার সঙ্গে। শেষবার তিনি বোকা জুনিয়র্সের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২১ সেপ্টেম্বর সেন্ট্রাল কোরদোবার বিপক্ষে ম্যাচের পর তিনি মেডিকেল ছুটিতে যান।
১৯৮৩ সালে আর্জেন্টিনা জাতীয় দলে অভিষেক ঘটে রুসোর। জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন তিনি। তবে ১৯৮৬ সালের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পাওয়ায় ম্যারাডোনার বিশ্বজয়ী দলের অংশ হতে পারেননি। পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে কোচিং-এ মনোনিবেশ করেন রুসো।
কোচ হিসেবে রুসোর যাত্রা ছিল দীর্ঘ ও সাফল্যে ভরপুর। তিনি বোকা জুনিয়র্স, রোসারিও সেন্ট্রাল, স্যান লরেঞ্জো, ভ্যালেজ সার্সফিল্ড এবং সৌদি আরবের আল নাসরের মতো ক্লাবে কোচিং করান। তার তিন দশকের বেশি সময়ের কোচিং ক্যারিয়ারে তিনি ১,২৭৩টি ম্যাচে দলের দায়িত্ব পালন করেন, যার মধ্যে ৫০৯টি ম্যাচে জয় পেয়েছেন।
তার মৃত্যুতে শুধু আর্জেন্টিনা নয়, পুরো লাতিন আমেরিকার ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।