
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক, বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. তোফায়েল আহমেদ আর নেই।
বুধবার (৮ অক্টোবর) রাত ৯টায়, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাতেই তার মরদেহ নিজ জেলা চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই দাফন সম্পন্ন করা হবে।
ড. তোফায়েল আহমেদ ২০০৭ সালে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নির্বাচনি সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের স্থানীয় সরকার কাঠামো ও প্রশাসনিক সংস্কার নিয়ে তার গবেষণা, পরামর্শ ও চিন্তাধারা এখনও প্রাসঙ্গিক এবং অনুপ্রেরণাদায়ক হিসেবে বিবেচিত
ড. তোফায়েল আহমেদ ১৯৫৫ সালের ৪ মে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
তিনি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন।
পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৬ সালে রাজনীতিতে স্নাতক এবং ১৯৭৭ সালে প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এরপর তিনি ১৯৮১ সালে ব্রিটেনের সোয়ানসি বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক খাত পরিকল্পনা ও ব্যবস্থাপনায় দ্বিতীয় স্নাতকোত্তর ডিগ্রি এবং ১৯৯১ সালে উন্নয়ন অধ্যয়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশের প্রশাসনিক কাঠামো, বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার উন্নয়নে ড. তোফায়েল আহমেদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।