
রাজধানীর মালিবাগের ফরচুন শপিংমলে অবস্থিত ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি দোকান থেকে প্রায় ৫০০ ভরি সোনা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইজন চোর বোরকা পরে দোকানে প্রবেশ করেন। তারা প্রথমে দোকানের তালা কেটে ভিতরে ঢোকেন এবং এরপর সোনা ও নগদ অর্থ লুটে নেন।
দোকান মালিকের দাবি শম্পা জুয়েলার্সের মালিক অচিন্ত কুমার বিশ্বাস জানান, তার দোকানে প্রায় ৪০০ ভরি সোনার অলংকার এবং ১০০ ভরি বন্ধক রাখা স্বর্ণ ছিল। এছাড়া নগদ ৪০ হাজার টাকাও দোকানে ছিল। চোরচক্র সবকিছুই নিয়ে গেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে মার্কেটের দারোয়ান ফোন করে জানান যে আমার দোকানের তালা কাটা। এসে দেখি, দোকান পুরো খালি।
ঘটনার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম জানান, দোকান মালিক থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ধরনের ঘটনায় শপিংমলগুলোর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা আবারও সামনে এসেছে। গুরুত্বপূর্ণ ও দামী পণ্যের দোকান থাকা সত্ত্বেও কীভাবে চোরেরা এত সহজে প্রবেশ করে চুরি করল, তা নিয়েও প্রশ্ন উঠেছে।