ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২

দুই বছরের সংঘাত শেষে গাজায় যুদ্ধবিরতি

ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই বছরের ভয়াবহ সংঘাতের পর গাজার স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজার কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে।

চুক্তির আওতায় ৭২ ঘণ্টার মধ্যে হামাস ২০ জন ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে এবং ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে ছাড়বে। পরে আরও ১,৭০০ জন বন্দি মুক্তির প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকবে।

যুদ্ধবিরতির খবর পেয়ে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজার ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়িতে ফিরে যাচ্ছেন। কেউ হেঁটে, কেউবা গাধার গাড়িতে করে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই বছরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬৭,২১১ জন, আহত হয়েছেন ১,৬৯,৯৬১ জন। অধিকাংশই নারী ও শিশু।

চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে। মিশর-জার্মানির সহায়তায় গাজার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতিও চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

দুই বছরের সংঘাত শেষে গাজায় যুদ্ধবিরতি

আপডেট সময় : ০২:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

দীর্ঘ দুই বছরের ভয়াবহ সংঘাতের পর গাজার স্থানীয় সময় শুক্রবার দুপুর ১২টায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজার কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে।

চুক্তির আওতায় ৭২ ঘণ্টার মধ্যে হামাস ২০ জন ইসরায়েলি জিম্মি মুক্তি দেবে এবং ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দিকে ছাড়বে। পরে আরও ১,৭০০ জন বন্দি মুক্তির প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকবে।

যুদ্ধবিরতির খবর পেয়ে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজার ধ্বংসস্তূপে পরিণত ঘরবাড়িতে ফিরে যাচ্ছেন। কেউ হেঁটে, কেউবা গাধার গাড়িতে করে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দুই বছরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬৭,২১১ জন, আহত হয়েছেন ১,৬৯,৯৬১ জন। অধিকাংশই নারী ও শিশু।

চুক্তি অনুযায়ী প্রতিদিন ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে। মিশর-জার্মানির সহায়তায় গাজার পুনর্গঠনের জন্য আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতিও চলছে।