ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১, আহত ৭

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চলার মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১০ অক্টোবর) রাতে হওয়া এ হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় একটি মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়, ফলে বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাসাইলেহ গ্রামে ভোররাতে আরও একটি বিমান হামলায় ভারী যন্ত্রপাতির গুদামে বিস্ফোরণ ঘটে, যেখানে বহু যানবাহন ধ্বংস হয়।

হিজবুল্লাহর আল-মানার টিভির দাবি, এক সবজি বোঝাই গাড়িতে বিস্ফোরক আঘাত হানলে সিরীয় এক নাগরিক নিহত ও একজন আহত হন। আহত বাকি ছয়জন লেবাননের নাগরিক।

যদিও ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে ১৪ মাসের যুদ্ধ শেষ হয় গত বছরের নভেম্বরেই, তবুও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে। ইসরায়েল বলছে, হিজবুল্লাহ সামরিক শক্তি পুনর্গঠনের চেষ্টা করছে। লেবাননের অভিযোগ, ইসরায়েল নিরীহ মানুষদের লক্ষ্য করে মানবাধিকার লঙ্ঘন করছে।

অন্যদিকে, গাজার বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ায় বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত হলেও নিজেদের ঘরে ফিরতে শুরু করেছে। দুই বছরের টানা হামলার পর যুদ্ধবিরতি ঘোষণায় গাজাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামের বেটার্মিনাল এলাকা থেকে প্রকৌশল শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১, আহত ৭

আপডেট সময় : ০২:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

যুদ্ধবিরতি চলার মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার (১০ অক্টোবর) রাতে হওয়া এ হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, হামলায় একটি মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়, ফলে বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাসাইলেহ গ্রামে ভোররাতে আরও একটি বিমান হামলায় ভারী যন্ত্রপাতির গুদামে বিস্ফোরণ ঘটে, যেখানে বহু যানবাহন ধ্বংস হয়।

হিজবুল্লাহর আল-মানার টিভির দাবি, এক সবজি বোঝাই গাড়িতে বিস্ফোরক আঘাত হানলে সিরীয় এক নাগরিক নিহত ও একজন আহত হন। আহত বাকি ছয়জন লেবাননের নাগরিক।

যদিও ইসরায়েল-হিজবুল্লাহর মধ্যে ১৪ মাসের যুদ্ধ শেষ হয় গত বছরের নভেম্বরেই, তবুও ইসরায়েল প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালাচ্ছে। ইসরায়েল বলছে, হিজবুল্লাহ সামরিক শক্তি পুনর্গঠনের চেষ্টা করছে। লেবাননের অভিযোগ, ইসরায়েল নিরীহ মানুষদের লক্ষ্য করে মানবাধিকার লঙ্ঘন করছে।

অন্যদিকে, গাজার বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হওয়ায় বাস্তুচ্যুত হাজার হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপে পরিণত হলেও নিজেদের ঘরে ফিরতে শুরু করেছে। দুই বছরের টানা হামলার পর যুদ্ধবিরতি ঘোষণায় গাজাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে।