
রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় অন্ধকারে ডুবে গেছে ইউক্রেনের লাখো ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। শুক্রবার (১০ অক্টোবর) দেশটির একাধিক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় মস্কো।
এই হামলার ফলে রাজধানী কিয়েভসহ অন্তত ৯টি অঞ্চলের ১০ লাখের বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুতের পাশাপাশি দেখা দেয় পানির তীব্র সংকট, অচল হয়ে পড়ে গণপরিবহন ব্যবস্থাও।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২০ জন, যাদের মধ্যে শিশুও রয়েছে। কিয়েভের পক্ষ থেকে একে রাশিয়ার চালানো অন্যতম ভয়াবহ হামলা বলে উল্লেখ করা হয়েছে।
ইউক্রেনের বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে (DTEK) জানিয়েছে, রুশ হামলায় তাদের একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও পানি সরবরাহ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এখন পর্যন্ত প্রায় ৫ লাখ ৫০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা সম্ভব হয়েছে।