জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে গঠিত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষককর্মীদের অবস্থান কর্মসূচিকে ছত্রভঙ্গ করে সরিয়ে দেয় পুলিশ। এরপর সরাসরি যান চলাচল স্বাভাবিক হয়।
রোববার (১২ অক্টোবর) দুপুর সওয়া ২টার দিকে প্রেস ক্লাব এলাকা থেকে শিক্ষকরা শহীদ মিনারের দিকে সরিয়ে নেওয়া হয়। এর পর পল্টন থেকে কদম ফোয়ারা রোড এবং প্রেস ক্লাব এলাকায় যান চলাচল পুনরায় মসৃণ হয়ে ওঠে।
পুলিশ, আন্দোলনরত শিক্ষকদের টেনে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করলে তারা সাময়িকভাবে ছড়িয়ে পড়েন। পরে শিক্ষকেরা পুনরায় একত্রিত হন এবং মাইকযোগে শান্তি বজায় রেখে অবস্থান চালিয়ে যেতে নির্দেশ দেওয়া হয়।
দুপুরে আন্দোলনরত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গিয়ে অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করেন।
সম্প্রতি ১৩ আগস্ট একই দাবিতে এই শিক্ষকগোষ্ঠী জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছিল। তখন তারা মূল বেতনের ২০ % বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলির দাবি তুলেছিলেন। তাদের কর্মসূচিতে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত কর্মবিরতি ও বিভিন্ন শহরে শিক্ষক সম্মেলন অন্তর্ভুক্ত ছিল।