
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অন্তর্ভুক্ত শ্রমিক লীগসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (১৩ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত রোববার (১২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থান থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে।
তালেবুর রহমান বলেন, রাজধানীতে অনুষ্ঠিত একটি ঝটিকা মিছিলে অংশগ্রহণ এবং অর্থায়নে জড়িত থাকার অভিযোগে শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদকসহ পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে।