ঢাকা ০৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

রাজধানীতে শিক্ষক আন্দোলন, চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান

ছবি - সংগৃহীত

রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা তাদের দাবিসমূহ আদায় করতে রাজধানীর কেন্দ্রশহীদ মিনারসহ বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালাচ্ছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর থেকে শুরু করে তারা অবস্থান কর্মসূচিও শুরু করেছেন এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানভেদে কর্মসূচির চিত্র ভিন্ন তাই দেখা যাচ্ছে  অনেক স্কুল-কলেজে শিক্ষকরা সকাল থেকে উপস্থিত থাকলেও পাঠদান বন্ধ রাখছেন। অন্যদিকে, কিছু প্রতিষ্ঠানে পাঠদান মানুষে যাচ্ছেন শিক্ষকেরা বলে তারা অভিমত দিয়েছেন, তবে আন্দোলনের প্রতি সংহতি রেখে অতিরিক্ত ক্ষয়ক্ষতি এড়াতে ক্লাস চালিয়ে যাচ্ছেন।

গত দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির সময় পুলিশের বাধা, ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে, যা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়। এরপর শিক্ষকরা নাগরিক বিক্ষোভ থেকে সরিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং এখান থেকেই আন্দোলন জারি রাখার ঘোষণা দেন।

সংগঠনের নেতারা জানাচ্ছেন, সরকারের স্থিরকৃত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও বাস্তবতার বাইরে’। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতির বাস্তবায়নসহ অন্যান্য দাবি করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

রাজধানীতে শিক্ষক আন্দোলন, চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান

আপডেট সময় : ১২:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

রাজধানীতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকরা তাদের দাবিসমূহ আদায় করতে রাজধানীর কেন্দ্রশহীদ মিনারসহ বিভিন্ন স্থানে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি চালাচ্ছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুর থেকে শুরু করে তারা অবস্থান কর্মসূচিও শুরু করেছেন এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানভেদে কর্মসূচির চিত্র ভিন্ন তাই দেখা যাচ্ছে  অনেক স্কুল-কলেজে শিক্ষকরা সকাল থেকে উপস্থিত থাকলেও পাঠদান বন্ধ রাখছেন। অন্যদিকে, কিছু প্রতিষ্ঠানে পাঠদান মানুষে যাচ্ছেন শিক্ষকেরা বলে তারা অভিমত দিয়েছেন, তবে আন্দোলনের প্রতি সংহতি রেখে অতিরিক্ত ক্ষয়ক্ষতি এড়াতে ক্লাস চালিয়ে যাচ্ছেন।

গত দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচির সময় পুলিশের বাধা, ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে, যা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়। এরপর শিক্ষকরা নাগরিক বিক্ষোভ থেকে সরিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং এখান থেকেই আন্দোলন জারি রাখার ঘোষণা দেন।

সংগঠনের নেতারা জানাচ্ছেন, সরকারের স্থিরকৃত বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার বৃদ্ধির হার ‘অপর্যাপ্ত ও বাস্তবতার বাইরে’। তারা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি সর্বজনীন বদলি নীতির বাস্তবায়নসহ অন্যান্য দাবি করছেন।