
মেক্সিকোর মধ্য ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত ও এর ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যায় এক সপ্তাহেরও কম সময়ে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, টানা দুইটি ট্রপিক্যাল ঝড়ের প্রভাবে ভারেরাক্রুজ, পুয়েব্লা, হিদালগো, কেরেতারো এবং সান লুইস পোতোসি রাজ্যে এই দুর্যোগ দেখা দেয়।
মৃতদের মধ্যে ভারেরাক্রুজে ১৮ জন, হিদালগোতে ১৬ জন, পুয়েব্লায় ৯ জন এবং কেরেতারোতে ১ জন রয়েছেন। ‘এল ইউনিভার্সাল’ সংবাদপত্র জানিয়েছে, মৃতের সংখ্যা ৪৮ হতে পারে এবং এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
প্রায় ৩ লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এবং অন্তত ১৬ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ আশঙ্কা করছে, আরও বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়তে পারে।