ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার ঘোষণা

ছবিঃ সংগৃহিত

সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (১২ অক্টোবর) জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং প্রিজন অ্যাক্ট, ১৮৯৪-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকার সেনানিবাস এলাকায় বাশার রোডের উত্তর পাশে অবস্থিত ‘এম ই এস’ বিল্ডিং নম্বর-৫৪-কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি হয়েছে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় তিনটি মামলায় অভিযুক্ত ২৫ জন সেনা কর্মকর্তার বিষয়ে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস ‘আলফা’-তে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি বলেন, অভিযুক্ত ২৫ জন কর্মকর্তার মধ্যে ৯ জন ইতোমধ্যে অবসর নিয়েছেন, একজন এলপিআর-এ (অবসর পূর্ব ছুটিতে), এবং বাকি ১৫ জন বর্তমানে কর্মরত। ৮ অক্টোবর মামলার চার্জশিট দাখিলের পর সেনা সদর থেকে অভিযুক্তদের ৯ অক্টোবরের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

১৫ জন কর্মকর্তা সেই নির্দেশনার পর সাড়া দিলেও, মেজর জেনারেল কবীর আহাম্মদ নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান,  ৯ অক্টোবর সকালে তিনি বাসা থেকে বের হন, এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা বর্তমানে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানানো হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

ঢাকা সেনানিবাসের একটি ভবন সাময়িক কারাগার ঘোষণা

আপডেট সময় : ০৩:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সরকার ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করেছে। এ-সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (১২ অক্টোবর) জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-১ শাখা।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ৫৪১(১) এবং প্রিজন অ্যাক্ট, ১৮৯৪-এর ধারা ৩(বি) অনুযায়ী, ঢাকার সেনানিবাস এলাকায় বাশার রোডের উত্তর পাশে অবস্থিত ‘এম ই এস’ বিল্ডিং নম্বর-৫৪-কে সাময়িক কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি হয়েছে।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় তিনটি মামলায় অভিযুক্ত ২৫ জন সেনা কর্মকর্তার বিষয়ে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসের মেস ‘আলফা’-তে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

তিনি বলেন, অভিযুক্ত ২৫ জন কর্মকর্তার মধ্যে ৯ জন ইতোমধ্যে অবসর নিয়েছেন, একজন এলপিআর-এ (অবসর পূর্ব ছুটিতে), এবং বাকি ১৫ জন বর্তমানে কর্মরত। ৮ অক্টোবর মামলার চার্জশিট দাখিলের পর সেনা সদর থেকে অভিযুক্তদের ৯ অক্টোবরের মধ্যে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়।

১৫ জন কর্মকর্তা সেই নির্দেশনার পর সাড়া দিলেও, মেজর জেনারেল কবীর আহাম্মদ নিখোঁজ রয়েছেন। এ বিষয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান জানান,  ৯ অক্টোবর সকালে তিনি বাসা থেকে বের হন, এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

হেফাজতে থাকা সেনা কর্মকর্তারা বর্তমানে পরিবার থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন বলে জানানো হয়।