
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি পোশাক কারখানা ও সংলগ্ন রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিকেল সোয়া ৪টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম প্রথম আলোকে জানান, আগুনে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তালহা বিন জসিম বলেন, নিহতদের মরদেহগুলো গার্মেন্টস কারখানার ভেতর থেকে উদ্ধার করে বাইরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহগুলো পুলিশে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের সূত্রপাত হয় রাসায়নিক গুদামে। গুদামটিতে ব্লিচিং পাউডার, প্লাস্টিক ও হাইড্রোজেন পার-অক্সাইডসহ দাহ্য রাসায়নিক উপকরণ মজুত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসব রাসায়নিকের কারণে তৈরি বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে ওই ৯ জনের মৃত্যু হয়েছে।
পোশাক কারখানাটি সাততলা বিশিষ্ট। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।