
গাজীপুরের টঙ্গীর গুটিয়া বিলে টিকটক ভিডিও ধারণের সময় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
মৃত্যু হয় ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার আল মেহেদি হৃদয়ের (১৫)। তিনি মৃত আব্দুল খালেক ও ফাতেমা বেগমের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হৃদয় ও তার চার বন্ধু তালের কষা নৌকা নিয়ে গুটিয়ার বিল এলাকায় যান। তারা সেখানে টিকটক ভিডিও ধারণের প্রস্তুতি নিচ্ছিল। একপর্যায়ে তিন বন্ধু পানিতে নেমে স্রোতের টানে তলিয়ে যেতে থাকে। দুজন নিজ উদ্যোগে নৌকায় উঠতে পারলেও হৃদয় পানিতে তলিয়ে যায়। ঘটনাটি মোবাইলে ভিডিও করেন নয় বছর বয়সী বন্ধু ইব্রাহিম।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে আসছিল। টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, সোমবার বিকেল থেকে আমরা উদ্ধার কাজ চালাচ্ছিলাম। মঙ্গলবার বিকেলে মরদেহ উদ্ধার করা হয়।