ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

রাত পোহালেই চাকসু নির্বাচন, শেষ হচ্ছে ৩৫ বছরের অপেক্ষা

ছবি : সংগৃহীত

৩৫ বছর পর আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচন। প্রচার-প্রচারণার কাজ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। ভোটগ্রহণ ও গণনা হবে ব্যালট পেপারে ওএমআর পদ্ধতিতে, যা নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে সাহায্য করবে। নির্বাচন কমিশন পুরো ক্যাম্পাসজুড়ে চার ধাপে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

রাত পোহালেই শুরু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত চাকসু নির্বাচন, যা সর্বশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছিল। আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন পাঁচটি অনুষদে মোট ৬০টি ভোটকক্ষ প্রস্তুত করেছে। ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে ১৪টি বড় এলইডি স্ক্রিনে সরাসরি ভোটগ্রহণ ও গণনার ছবি দেখানো হবে। পাশাপাশি জাল ভোট রোধের জন্য ভোটার তালিকায় শিক্ষার্থীদের ছবি যুক্ত করা হয়েছে।

ভোটাররা আশা প্রকাশ করেছেন যে, তারা প্যানেলের জন্য নয়, বরং প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় ভোট দেবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে হবে।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৬। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের জন্য ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

রাত পোহালেই চাকসু নির্বাচন, শেষ হচ্ছে ৩৫ বছরের অপেক্ষা

আপডেট সময় : ০৬:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

৩৫ বছর পর আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদের নির্বাচন। প্রচার-প্রচারণার কাজ ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। ভোটগ্রহণ ও গণনা হবে ব্যালট পেপারে ওএমআর পদ্ধতিতে, যা নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু করতে সাহায্য করবে। নির্বাচন কমিশন পুরো ক্যাম্পাসজুড়ে চার ধাপে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে।

রাত পোহালেই শুরু হচ্ছে দীর্ঘ প্রতীক্ষিত চাকসু নির্বাচন, যা সর্বশেষ ১৯৯০ সালে অনুষ্ঠিত হয়েছিল। আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

নির্বাচন কমিশন পাঁচটি অনুষদে মোট ৬০টি ভোটকক্ষ প্রস্তুত করেছে। ভোটগ্রহণের স্বচ্ছতা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে ১৪টি বড় এলইডি স্ক্রিনে সরাসরি ভোটগ্রহণ ও গণনার ছবি দেখানো হবে। পাশাপাশি জাল ভোট রোধের জন্য ভোটার তালিকায় শিক্ষার্থীদের ছবি যুক্ত করা হয়েছে।

ভোটাররা আশা প্রকাশ করেছেন যে, তারা প্যানেলের জন্য নয়, বরং প্রার্থীদের যোগ্যতা বিবেচনায় ভোট দেবেন এবং নির্বাচন সুষ্ঠুভাবে হবে।

চাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭,৫১৬। কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের জন্য ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য ৪৯৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।