ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

দক্ষিণ গাজায় কথিত ড্রোন হামলা, নিহত ১

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, যুদ্ধবিরতির সময় গাজার নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ না করতে বারবার সতর্ক করেছিল আইডিএফ। এর মধ্যেই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ড্রোন হামলার খবর আসে।

তবে আইডিএফ দাবি করেছে, তারা ওই এলাকায় কোনো বিমান বা ড্রোন হামলার বিষয়ে অবগত নয়।

অন্যদিকে, খান ইউনিসের নাসের হাসপাতাল জানায়, বৃহস্পতিবার সকালে গাজার দক্ষিণ অংশে একটি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলের হেফাজত থেকে ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে ভয়াবহ নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, এসব মরদেহে গলা টিপে হত্যা, গুলি করে হত্যা এবং ট্যাংকের নিচে পিষে মারার স্পষ্ট চিহ্ন রয়েছে।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ইসরায়েল গাজায় ৪৫টি অজ্ঞাত মরদেহ ফেরত দেয়।

গাজার নাসের হাসপাতালের একটি সূত্র মিডল ইস্ট আইকে জানায়, রেড ক্রসের মাধ্যমে পাঠানো এই মরদেহগুলোর কিছু একেবারে সদ্য নিহত, আবার কিছু পচে গেছে কিংবা অঙ্গহানির শিকার।

ফেরত পাওয়া মরদেহগুলোতে নির্যাতনের নানা চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে গলা চেপে ধরার দাগ, ভাঙা হাড়, শরীরের অঙ্গ হারানো এবং বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ। অনেক মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে, কারো চোখ বাঁধা ছিল, আবার কিছু মরদেহে হাত-পা ছিলই না।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

দক্ষিণ গাজায় কথিত ড্রোন হামলা, নিহত ১

আপডেট সময় : ০৪:১৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় নতুন করে ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে এই হামলার অভিযোগ অস্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল জানায়, যুদ্ধবিরতির সময় গাজার নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ না করতে বারবার সতর্ক করেছিল আইডিএফ। এর মধ্যেই দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ড্রোন হামলার খবর আসে।

তবে আইডিএফ দাবি করেছে, তারা ওই এলাকায় কোনো বিমান বা ড্রোন হামলার বিষয়ে অবগত নয়।

অন্যদিকে, খান ইউনিসের নাসের হাসপাতাল জানায়, বৃহস্পতিবার সকালে গাজার দক্ষিণ অংশে একটি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলের হেফাজত থেকে ফেরত দেওয়া ফিলিস্তিনিদের মরদেহে ভয়াবহ নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে, এসব মরদেহে গলা টিপে হত্যা, গুলি করে হত্যা এবং ট্যাংকের নিচে পিষে মারার স্পষ্ট চিহ্ন রয়েছে।

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অংশ হিসেবে ইসরায়েল গাজায় ৪৫টি অজ্ঞাত মরদেহ ফেরত দেয়।

গাজার নাসের হাসপাতালের একটি সূত্র মিডল ইস্ট আইকে জানায়, রেড ক্রসের মাধ্যমে পাঠানো এই মরদেহগুলোর কিছু একেবারে সদ্য নিহত, আবার কিছু পচে গেছে কিংবা অঙ্গহানির শিকার।

ফেরত পাওয়া মরদেহগুলোতে নির্যাতনের নানা চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে গলা চেপে ধরার দাগ, ভাঙা হাড়, শরীরের অঙ্গ হারানো এবং বিকৃত অঙ্গপ্রত্যঙ্গ। অনেক মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে, কারো চোখ বাঁধা ছিল, আবার কিছু মরদেহে হাত-পা ছিলই না।