ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

মরক্কোর বিপ্লব এবং আর্জেন্টিনার প্রত্যাবর্তন, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে

‍ছবি : সংগৃহীত

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে মরক্কো, যাদের প্রতিদ্বন্দ্বী হবে আর্জেন্টিনা। রোমাঞ্চকর সেমিফাইনালের লড়াই শেষে মরক্কো ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে ইউরোপীয় শক্তিধর ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

অপরদিকে, আর্জেন্টিনা ২০০৭ সালের পর প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময়ের একমাত্র গোলটি করে তারা জয় নিশ্চিত করে। ডিয়েগো প্লাসেন্টের শিষ্যরা চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে, যা সোমবার ভোর ৫টায় (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালে আর্জেন্টিনার ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ। শুরুতেই কলম্বিয়া আক্রমণ চালায়, যেখানে পেরেয়া তাদের রক্ষণভাগ ভেঙে দারুণ মুভ করেন। কানচিম্বো হেডে গোলের সুযোগ পেয়েও গোলরক্ষক বার্বি তা রুখে দেন। আর্জেন্টিনার প্রেস্টিয়ান্নি একটি সুযোগ তৈরি করলেও তার শট পোস্টের পাশে দিয়ে বেরিয়ে যায়। পরে সারকো একক দলে দুর্দান্ত মুভের মাধ্যমে গোলের সুযোগ তৈরি করলেও কলম্বিয়ার গোলরক্ষক সফলভাবে তা প্রতিহত করেন।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা গোলের কয়েকটি সুযোগ তৈরি করে। সদ্য বদলি হয়ে নামা সিলভেত্তি বক্সের মধ্যে বল পেয়ে ক্রস দেন, কিন্তু তা লক্ষ্যে পৌঁছায়নি। কলম্বিয়াও পাল্টা আক্রমণ চালায়, রেন্তেরিয়ার ক্রসে গোলরক্ষক বার্বির চমৎকার সেভ হয়। ফিরতি বল থেকে তোবিয়াস রামিরেস গোলের সম্ভাবনা তৈরি করলেও সফল হননি।

৭২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে। বক্সের কাছে পাস পেয়ে সিলভেত্তি নিখুঁত এক টাচে বল ডানপোস্টের পাশে জালে পাঠান। এর ফলে আর্জেন্টিনা এগিয়ে যায়। খেলার ৮০তম মিনিটে কলম্বিয়া ফাউলের কারণে রেন্তেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন এবং দল ১০ জনে নেমে আসে। বাকি সময় কোনো দলই গোল করতে না পারায় আর্জেন্টিনা ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

মরক্কোর বিপ্লব এবং আর্জেন্টিনার প্রত্যাবর্তন, অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে

আপডেট সময় : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে মরক্কো, যাদের প্রতিদ্বন্দ্বী হবে আর্জেন্টিনা। রোমাঞ্চকর সেমিফাইনালের লড়াই শেষে মরক্কো ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে ইউরোপীয় শক্তিধর ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।

অপরদিকে, আর্জেন্টিনা ২০০৭ সালের পর প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। সেমিফাইনালে কলম্বিয়ার বিরুদ্ধে নির্ধারিত সময়ের একমাত্র গোলটি করে তারা জয় নিশ্চিত করে। ডিয়েগো প্লাসেন্টের শিষ্যরা চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে, যা সোমবার ভোর ৫টায় (বাংলাদেশ সময়) অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালে আর্জেন্টিনার ম্যাচ ছিল উত্তেজনাপূর্ণ। শুরুতেই কলম্বিয়া আক্রমণ চালায়, যেখানে পেরেয়া তাদের রক্ষণভাগ ভেঙে দারুণ মুভ করেন। কানচিম্বো হেডে গোলের সুযোগ পেয়েও গোলরক্ষক বার্বি তা রুখে দেন। আর্জেন্টিনার প্রেস্টিয়ান্নি একটি সুযোগ তৈরি করলেও তার শট পোস্টের পাশে দিয়ে বেরিয়ে যায়। পরে সারকো একক দলে দুর্দান্ত মুভের মাধ্যমে গোলের সুযোগ তৈরি করলেও কলম্বিয়ার গোলরক্ষক সফলভাবে তা প্রতিহত করেন।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা গোলের কয়েকটি সুযোগ তৈরি করে। সদ্য বদলি হয়ে নামা সিলভেত্তি বক্সের মধ্যে বল পেয়ে ক্রস দেন, কিন্তু তা লক্ষ্যে পৌঁছায়নি। কলম্বিয়াও পাল্টা আক্রমণ চালায়, রেন্তেরিয়ার ক্রসে গোলরক্ষক বার্বির চমৎকার সেভ হয়। ফিরতি বল থেকে তোবিয়াস রামিরেস গোলের সম্ভাবনা তৈরি করলেও সফল হননি।

৭২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি আসে। বক্সের কাছে পাস পেয়ে সিলভেত্তি নিখুঁত এক টাচে বল ডানপোস্টের পাশে জালে পাঠান। এর ফলে আর্জেন্টিনা এগিয়ে যায়। খেলার ৮০তম মিনিটে কলম্বিয়া ফাউলের কারণে রেন্তেরিয়া দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন এবং দল ১০ জনে নেমে আসে। বাকি সময় কোনো দলই গোল করতে না পারায় আর্জেন্টিনা ১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নেয়।