
ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, এই দুষ্কৃতকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।
এ ঘটণাকে মানবাধিকার ও আইনের শাসনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে, বাংলাদেশ সরকার জোর দিয়ে বলেছে, সব ব্যক্তি তাদের জাতীয়তা নির্বিশেষে মানবাধিকারের পূর্ণ সুরক্ষা পাওয়ার অধিকারী, যারা সীমান্তের যেকোনো পাশে থাকুন না কেন।
ত্রিপুরার এই নৃশংস ঘটনার প্রতি বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভারত সরকারকে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দোষীদের বিচার নিশ্চিত করতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছে।