ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

দুপচাঁচিয়ায় বাড়িতে হামলা, নারীকে শ্বাসরোধে হত্যা

বগুড়ার দুপচাঁচিয়ায় এক নারী ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী বিমলা পোদ্দার আগরওয়ালা (৬৭) একই এলাকার ব্যবসায়ী হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল তালোড়া বাজারের ব্যবসায়ী হিমু আগরওয়ালার বাড়িতে হামলা চালায়। ওই সময় ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়।

ডাকাতরা ঘরের আলমারি ও আসবাব তছনছ করে তিন লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করে নেয়। বাধা দিতে গেলে বিমলা পোদ্দার আগরওয়ালাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় তারা।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “হিমু আগরওয়ালাসহ ওই পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে চাল ও ভুসির ব্যবসা করতেন। তারা একই বাড়িতে থাকেন। ডাকাতির সময় বিমলা আগরওয়ালাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে পুলিশ মাঠে কাজ করছে। পাশাপাশি একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

দুপচাঁচিয়ায় বাড়িতে হামলা, নারীকে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় : ০৫:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

বগুড়ার দুপচাঁচিয়ায় এক নারী ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) গভীর রাতে উপজেলার তালোড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারী বিমলা পোদ্দার আগরওয়ালা (৬৭) একই এলাকার ব্যবসায়ী হিমু পোদ্দার আগরওয়ালার বড় বোন। পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে পাঁচ-ছয়জনের একটি ডাকাত দল তালোড়া বাজারের ব্যবসায়ী হিমু আগরওয়ালার বাড়িতে হামলা চালায়। ওই সময় ঘরে থাকা দুই ভাই ও তিন বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে বেধড়ক মারধর করা হয়।

ডাকাতরা ঘরের আলমারি ও আসবাব তছনছ করে তিন লাখ টাকা এবং তিনটি মোবাইল ফোন লুট করে নেয়। বাধা দিতে গেলে বিমলা পোদ্দার আগরওয়ালাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় তারা।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, “হিমু আগরওয়ালাসহ ওই পরিবারের পাঁচ ভাইবোন একসঙ্গে চাল ও ভুসির ব্যবসা করতেন। তারা একই বাড়িতে থাকেন। ডাকাতির সময় বিমলা আগরওয়ালাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনা তদন্তে পুলিশ মাঠে কাজ করছে। পাশাপাশি একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”