
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১১ জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা ইউনিট বিজিবি। আটকদের মধ্যে রয়েছে ৫ পুরুষ, ২ নারী ও ৪ শিশু।
শুক্রবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের সোনাহাট বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১০১১ থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভূরুঙ্গামারীর আমতলী এলাকায় তাদের আটক করে।
বিজিবি সূত্র জানায়, আটককৃতরা প্রায় এক বছর আগে কাজের সন্ধানে কুমিল্লার সীমান্ত দিয়ে ভারতের আসাম রাজ্যে গিয়েছিলেন। দেশে ফেরার পথে দালালদের সহযোগিতায় বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) কাঁটাতার পার হয়ে রাতের অন্ধকারে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। কিন্তু বিজিবির টহল দল তাদের আটক করতে সক্ষম হয়।
আটকদের সবাই কক্সবাজার সদর উপজেলার কাকতলী গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে রয়েছে এক পরিবারের ৬ জন। আটকদের মধ্যে ইমাম হোসেন (৪৮), শফিউল্লাহ (১৮), মোহাম্মদ নবী হোসেন (১৫), রবিউল আলম (২০), আজিজ (১৫), মোহাম্মদ আবু (৭), আমেনা বেগম (২৮), রিফা (৯), শাফা (৬), রেজিয়া (২১) এবং শাহিদা (২) রয়েছেন।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, বিজিবি তাদের থানায় নিয়ে এসেছে। তাদের তথ্য যাচাই-বাছাই চলছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।