
রাজধানীর মালিবাগে আলোচিত ফরচুন শপিংমলের শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনই সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের কাছ থেকে ১৯০ ভরি স্বর্ণ, ৯৩.৫ গ্রাম রূপা, নগদ ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালংকার শম্পা জুয়েলার্সের বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় মূল অভিযুক্তদের শনাক্ত করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। এক অভিযানের সময় একজন সদস্যের বাড়ির খড়ের গাদা থেকে দেড়শ ভরির বেশি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
এই চুরির ঘটনা ঘটেছিল গত বুধবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে। সিসি ক্যামেরায় দেখা যায়, দুই চোর বোরকা পরে দোকানের শাটারের তালা কেটে স্বর্ণ চুরি করে পালায়।
শম্পা জুয়েলার্সের মালিক জানান, দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণের জুয়েলারি ও ১০০ ভরির বন্ধকি স্বর্ণ ছিল। এছাড়াও নগদ ৪০ হাজার টাকা ছিল যা চোরচক্র লুটে নিয়ে যায়।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 



























