
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় পাকিস্তানের চালানো বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন তিনজন আফগান ক্রিকেটার।
হামলাটি আবাসিক এলাকায় চালানো হয়, যেখানে সাধারণ মানুষ বসবাস করতেন।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, নিহত তিন ক্রিকেটার হলেন কবির, সিবগাতুল্লাহ ও হারুন। তারা একটি স্থানীয় ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে বিমান হামলায় প্রাণ হারান। বোর্ড জানিয়েছে, এই মৃত্যু আফগান ক্রীড়াঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।
এ ঘটনার পর আফগানিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ১৭০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাকিস্তানি যুদ্ধবিমানগুলো বসতবাড়ি ও বাজার লক্ষ্য করে বোমাবর্ষণ করেছে। ঘটনার পর সার্বিকভাবে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও এখন পরিস্থিতি কিছুটা শান্ত, তবে বোমা হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে।