ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

অবকাশ শেষে কাল থেকে সচল সুপ্রিম কোর্ট

ছবিঃ সংগৃহীত

টানা ৪৫ দিনের অবকাশ শেষে আগামীকাল রোববার (১৯ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টে আবার শুরু হচ্ছে নিয়মিত বিচারিক কার্যক্রম। এ উপলক্ষে সুপ্রিম কোর্টের ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগে অবকাশকালীন ছুটি শুরু হয়। অবকাশকালীন এই সময়ে জরুরি মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগে কয়েকটি নির্ধারিত বেঞ্চ গঠন করা হয়েছিল। এসব বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলার শুনানি ও আদেশ প্রদান করা হয়।

এ ছাড়া, আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে শুনানির দায়িত্ব পান বিচারপতি ফারাহ মাহবুব, যাকে প্রধান বিচারপতি মনোনীত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

অবকাশ শেষে কাল থেকে সচল সুপ্রিম কোর্ট

আপডেট সময় : ০১:১২:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

টানা ৪৫ দিনের অবকাশ শেষে আগামীকাল রোববার (১৯ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টে আবার শুরু হচ্ছে নিয়মিত বিচারিক কার্যক্রম। এ উপলক্ষে সুপ্রিম কোর্টের ৬৬টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর থেকে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিভাগে অবকাশকালীন ছুটি শুরু হয়। অবকাশকালীন এই সময়ে জরুরি মামলা নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির নির্দেশনায় হাইকোর্ট বিভাগে কয়েকটি নির্ধারিত বেঞ্চ গঠন করা হয়েছিল। এসব বেঞ্চে গুরুত্বপূর্ণ মামলার শুনানি ও আদেশ প্রদান করা হয়।

এ ছাড়া, আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে শুনানির দায়িত্ব পান বিচারপতি ফারাহ মাহবুব, যাকে প্রধান বিচারপতি মনোনীত করেন।