ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

আইনি বৈধতা না থাকলে জুলাই সনদের মানে নেই: এনসিপি নেতা নাহিদ

ছবিঃ সংগৃহীত

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে তা কেবল লোক দেখানো কাগজপত্র এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণার শামিল  এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নোট অব ডিসেন্টের (ভিন্নমতের নোট) সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই। তিনি আরও জানান, নির্বাচন কমিশন যদি ঐক্যমতের ভিত্তিতে আলোচনা আয়োজন করে, তাহলে এনসিপি সেখানে অংশগ্রহণ করবে।

প্রতীকসংক্রান্ত প্রশ্নে তিনি জানান, ‘শাপলা’ প্রতীক নিয়েই এনসিপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনে সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা নিয়েও নজর রাখছে এনসিপি বলে জানান তিনি। একই সঙ্গে জনপ্রশাসনের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন,  জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে অভিহিত করা একটি দুঃখজনক মন্তব্য। আমরা এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে তিনি ওই মন্তব্য প্রত্যাহার করে সালাহউদ্দিন আহমদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

আইনি বৈধতা না থাকলে জুলাই সনদের মানে নেই: এনসিপি নেতা নাহিদ

আপডেট সময় : ০১:২৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদের আইনি ভিত্তি না থাকলে তা কেবল লোক দেখানো কাগজপত্র এবং এটি জুলাইয়ের সঙ্গে প্রতারণার শামিল  এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, নোট অব ডিসেন্টের (ভিন্নমতের নোট) সঙ্গে জুলাই সনদের কোনো সম্পর্ক নেই। তিনি আরও জানান, নির্বাচন কমিশন যদি ঐক্যমতের ভিত্তিতে আলোচনা আয়োজন করে, তাহলে এনসিপি সেখানে অংশগ্রহণ করবে।

প্রতীকসংক্রান্ত প্রশ্নে তিনি জানান, ‘শাপলা’ প্রতীক নিয়েই এনসিপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নির্বাচনে সমান সুযোগের পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা নিয়েও নজর রাখছে এনসিপি বলে জানান তিনি। একই সঙ্গে জনপ্রশাসনের নিরপেক্ষতা নিয়েও সন্দেহ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের একটি বক্তব্যেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন,  জুলাই যোদ্ধাদের ‘আওয়ামী ফ্যাসিস্ট’ বলে অভিহিত করা একটি দুঃখজনক মন্তব্য। আমরা এর তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে তিনি ওই মন্তব্য প্রত্যাহার করে সালাহউদ্দিন আহমদকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।