
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে সফরকারী দল। ফলে আগে ব্যাট করছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই ওয়ানডে ফরম্যাটে অভিষেক হচ্ছে তরুণ অলরাউন্ডার মাহিদুল ইসলামের। তাকে জাতীয় দলের ওয়ানডে ক্যাপ পরিয়ে দিয়েছেন সতীর্থ সাইফ হাসান। এর আগে মাহিদুল টেস্ট অভিষেক সেরে ফেলেছেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, এই মাঠে ওয়ানডেতে বাংলাদেশের চেয়ে এগিয়ে ক্যারিবীয়রা। এখন পর্যন্ত দুই দলের মুখোমুখি ১০ ম্যাচের মধ্যে ৬টি জিতেছে ওয়েস্ট ইন্ডিজ, আর বাংলাদেশ জিতেছে ৪টিতে। তবে ২০১১ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে এখানেই একটি ম্যাচে হেরেছিল ক্যারিবীয়রা।