
গাজীপুরের টঙ্গীতে অবস্থিত জাভান হোটেল অ্যান্ড বারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিবি দক্ষিণ বিভাগের অভিযান পরিচালিত হয়। শুক্রবার রাত ১০টার দিকে শুরু হওয়া এই অভিযান প্রায় দেড় ঘণ্টা চলে। তবে অভিযানে কোনো মাদক বা অসামাজিক কার্যক্রমের প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে ডিবি পুলিশ।
অভিযানের সময় কালের কণ্ঠের একজন প্রতিবেদক হোটেলের সামনে লাইভ করতে গেলে নিরাপত্তাকর্মীরা তাকে ভিডিও করার জন্য বাধা দেন। হোটেল পরিচালকের ভাষ্য অনুযায়ী, অভিযান শেষ হওয়ার প্রায় এক ঘণ্টা ২৫ মিনিট পর ওই প্রতিবেদক ফেসবুক লাইভে মিথ্যা তথ্য প্রচার করেন এবং লাইভে বলেন, ‘জাভান হোটেলে ডিবির অভিযান চলছে’, যদিও তখন অভিযান শেষ হয়ে গিয়েছিল।
হোটেলের নিরাপত্তাকর্মীরা জানান, প্রতিবেদক নিজের পরিচয় না দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করছিলেন। ভিডিওরোধ করার পর তিনি মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এছাড়া, হোটেলের সিসিটিভি ফুটেজেও দেখা গেছে, প্রতিবেদকের লাইভের সময় সেখানে কোনো পুলিশ সদস্য উপস্থিত ছিলেন না।