
চাঞ্চল্যকর ডাকাতির প্রস্তুতি মামলার এজাহারনামীয় প্রধান আসামি ও ডাকাত সর্দার শ্রী নিরঞ্জন দাসকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার প্রধান আসামি শ্রী নিরঞ্জন দাস সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ ঈদিলপুর এলাকায় আত্মগোপন করে আছেন বলে গোপন সূত্রে খবর পায় র্যাব-৭।
গত ১৮ অক্টোবর আনুমানিক ১২:৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি চৌকস আভিযানিক দল দক্ষিণ ঈদিলপুর এলাকায় দ্রুত অভিযান চালায়। অভিযানে তারা সন্দীপ থানার সারিকাইভ গ্রামের বাসিন্দা পিতা প্রফুল্ল কুমার দাস ডাকাত সর্দার শ্রী নিরঞ্জন দাস (৪০) কে আটক করতে সক্ষম হন।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৭ আরও একধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চট্টগ্রাম অঞ্চল, সদরঘাট নৌ থানায় হস্তান্তর করা হয়েছে।