ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

খাট-বেগুন নয়, এনসিপির একমাত্র দাবি শাপলা প্রতীক

ছবি : সংগৃহীত

শাপলা প্রতীকের দাবিতে অনড় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশন (ইসি) খাট, বেগুনসহ ৫০টি প্রতীকের একটি বেছে নেওয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে দলটি। রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাতে নিজেদের অবস্থান স্পষ্ট করে এনসিপি।

দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, শাপলার বিকল্প আমাদের কাছে নেই। কমিশনের তালিকাভুক্ত প্রতীকগুলোর ক্ষেত্রে কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। শাপলাকে কেন অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, তারও কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের আচরণ অনেকটাই মধ্যযুগীয় রাজতন্ত্রের মতো যেখানে ইচ্ছেমতো আইন তৈরি হয়। আমাদের কাছে মনে হচ্ছে, এসব সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বাস্তবতা হলো, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নয়, অন্য কোথাও।

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসি আমাদের খাট, বেগুনসহ ৫০টি প্রতীকের তালিকা দিয়েছে। কিন্তু আমরা সেখান থেকে কোনো প্রতীক নিতে রাজি নই। আমাদের একমাত্র দাবি শাপলা প্রতীক।

এনসিপির নেতারা অভিযোগ করেন, ইসি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে না, বরং বাইরের চাপের কাছে নতিস্বীকার করছে। দলটি শাপলা প্রতীক না পেলে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববে বলেও ইঙ্গিত দিয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ভুল রক্ত পুশে সিজারের রোগীর মৃত্যু

খাট-বেগুন নয়, এনসিপির একমাত্র দাবি শাপলা প্রতীক

আপডেট সময় : ০২:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

শাপলা প্রতীকের দাবিতে অনড় রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশন (ইসি) খাট, বেগুনসহ ৫০টি প্রতীকের একটি বেছে নেওয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছে দলটি। রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাতে নিজেদের অবস্থান স্পষ্ট করে এনসিপি।

দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, শাপলার বিকল্প আমাদের কাছে নেই। কমিশনের তালিকাভুক্ত প্রতীকগুলোর ক্ষেত্রে কোনো সুস্পষ্ট নীতিমালা নেই। শাপলাকে কেন অন্তর্ভুক্ত করা যাচ্ছে না, তারও কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের আচরণ অনেকটাই মধ্যযুগীয় রাজতন্ত্রের মতো যেখানে ইচ্ছেমতো আইন তৈরি হয়। আমাদের কাছে মনে হচ্ছে, এসব সিদ্ধান্ত তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বাস্তবতা হলো, নির্বাচন কমিশনের রিমোট কন্ট্রোল আগারগাঁওয়ে নয়, অন্য কোথাও।

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসি আমাদের খাট, বেগুনসহ ৫০টি প্রতীকের তালিকা দিয়েছে। কিন্তু আমরা সেখান থেকে কোনো প্রতীক নিতে রাজি নই। আমাদের একমাত্র দাবি শাপলা প্রতীক।

এনসিপির নেতারা অভিযোগ করেন, ইসি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছে না, বরং বাইরের চাপের কাছে নতিস্বীকার করছে। দলটি শাপলা প্রতীক না পেলে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাববে বলেও ইঙ্গিত দিয়েছে।