
ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, শিক্ষার্থীদের মনস্তত্ত্ব ও মনোবিজ্ঞান বুঝে পরিকল্পিত কর্মসূচি গ্রহণ করায় আল্লাহর ইচ্ছায় ডাকসু, জাকসু, চাকসু ও রাকসুতে অর্জিত বিজয় সম্ভব হয়েছে।
তিনি সোমবার সকালে ঝালকাঠির একটি কমিউনিটি সেন্টারে শিবিরের উপশাখা দায়িত্বশীলদের সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ মন্তব্য করেন।
জাহিদুল ইসলাম আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের এই বিজয় তখনই সার্থক হবে, যখন শিক্ষার্থীদের দেওয়া কমিটমেন্টগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিকভাবে ইসলামের এবং ইসলামী সংগঠনের বিরোধিতা ধারাবাহিকভাবে হয়ে আসছে। যারা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, তাদেরই বিরোধিতার শিকার হতে হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদিও কিছু দল নিজেদের ইমানদার দাবি করে, তাদের কার্যক্রম দেখে তা মনে হয় না। পূর্বে আওয়ামী লীগের শাসনামলে আমাদের শিবির কোথাও অবস্থান করার সুযোগ পেত না, মুখে দাড়ি আর মাথায় টুপি দেখলেই হামলা-মামলা করা হতো। সেই আওয়ামী লীগ জনতার ধাওয়ায় দেশ ছেড়ে পালিয়েছে। বর্তমানে অন্য একটি দল মসজিদে আমাদের কোরআনের শিক্ষা কার্যক্রমেও হামলা চালিয়ে কয়েকজন ভাইকে আহত করেছে। আমাদের লড়াই এখন ইসলামী মূল্যবোধ, আদর্শ ও চেতনার জন্য।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক, বরিশাল বিএম কলেজ ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করীম, কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুণ অর রশিদ রাফি এবং সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট বিএম আমিনুল ইসলাম।
জেলা সভাপতি এনামুল হাসানের সভাপতিত্বে সমাবেশটি পরিচালনা করেন জেলা সেক্রেটারি মো. নুরুজ্জামান।