ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

ছবিঃ সংগৃহীত

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার আংশিকভাবে চালু থাকা কেন্দ্রের এক নম্বর ইউনিটও বন্ধ হয়ে যাওয়ার পর সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে এক ও তিন নম্বর ইউনিট মেরামতের কাজ চলছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই পুনরায় উৎপাদন শুরু হতে পারে।

এর আগে ১৬ অক্টোবর কেন্দ্রের সবচেয়ে বড় ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। ফলে ৫৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। উল্লেখ্য, ২০২০ সাল থেকেই ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে অচল অবস্থায় রয়েছে।

বড়পুকুরিয়া কেন্দ্র থেকে উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিং বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে গাজায় ইসরায়েলের ১৫৩ টন বোমা বর্ষণ

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ

আপডেট সময় : ১১:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। গতকাল রোববার আংশিকভাবে চালু থাকা কেন্দ্রের এক নম্বর ইউনিটও বন্ধ হয়ে যাওয়ার পর সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে এক ও তিন নম্বর ইউনিট মেরামতের কাজ চলছে এবং আগামী এক সপ্তাহের মধ্যেই পুনরায় উৎপাদন শুরু হতে পারে।

এর আগে ১৬ অক্টোবর কেন্দ্রের সবচেয়ে বড় ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। ফলে ৫৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক এই বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। উল্লেখ্য, ২০২০ সাল থেকেই ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে অচল অবস্থায় রয়েছে।

বড়পুকুরিয়া কেন্দ্র থেকে উৎপাদিত সব বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো। উৎপাদন বন্ধ থাকায় লোডশেডিং বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।