
গাজীপুরের টঙ্গীতে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে গণপিটুনিতে এক অজ্ঞাতপরিচয় যুবকের (৩২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গী স্টেশন রোডে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী স্টেশন রোড এলাকায় ওই যুবক মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে ছিনতাইকারী সন্দেহে ধরে ফেলে। উত্তেজিত জনতা এরপর তাকে গণপিটুনি দেয়, যার ফলে তিনি গুরুতর আহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হচ্ছিল, তবে পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা হিসেবে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।