ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

শরীয়তপুরে ৯১ জনকে শাস্তি, ইলিশ রক্ষায় অভিযান আরও জোরদার

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মা ইলিশ শিকারে অসাধু চক্র কর্তৃক শিশুদের ব্যবহার করার ঘটনাকে ‘দুঃখজনক ও উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এ ধরনের অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

​বিভাগীয় কমিশনার জোর দিয়ে বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং মা ইলিশ সংরক্ষণে সরকারি উদ্যোগ সফল করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকা জরুরি।”

​তিনি জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীর শরীয়তপুর অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত শরীয়তপুর জেলায় ৩৪৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে ৬১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১ জনকে শাস্তি প্রদান ও ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, অভিযানের কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের জন্য জেলার ২১ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

​এ সময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সৌম্য-রিশাদের লড়াইয়ে ২১০ পেরোল বাংলাদেশ

শরীয়তপুরে ৯১ জনকে শাস্তি, ইলিশ রক্ষায় অভিযান আরও জোরদার

আপডেট সময় : ০৬:০১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী মা ইলিশ শিকারে অসাধু চক্র কর্তৃক শিশুদের ব্যবহার করার ঘটনাকে ‘দুঃখজনক ও উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, এ ধরনের অনৈতিক কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

​ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ এর অংশ হিসেবে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

​বিভাগীয় কমিশনার জোর দিয়ে বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং মা ইলিশ সংরক্ষণে সরকারি উদ্যোগ সফল করতে স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত ভূমিকা জরুরি।”

​তিনি জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযানে পদ্মা নদীর শরীয়তপুর অংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত শরীয়তপুর জেলায় ৩৪৬টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে ৬১টি মোবাইল কোর্ট পরিচালনা করে ৯১ জনকে শাস্তি প্রদান ও ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, অভিযানের কারণে ক্ষতিগ্রস্ত জেলেদের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের জন্য জেলার ২১ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

​এ সময় অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মো. সিরাজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিত কুমার দেবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।