
নোয়াখালীর বেগমগঞ্জে কিশোর মারওয়ান হোসেন বিজয়কে ধারালো অস্ত্রে তিন শতাধিক কোপ দিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি শুভকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১),সিপিসি-৩,নোয়াখালী।
সোমবার(২০ অক্টোবর) দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটের দিকে বেগমগঞ্জ থানাধীন জমিদারহাট এলাকার ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সামনে অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১১,সিপিসি-৩ নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু।
র্যাব জানায়,গ্রেফতার শুভ হাজীপুর ইউনিয়নের রাজা মিয়ার বাড়ির বাসিন্দা। তিনি আলোচিত দেলোয়ার বাহিনীর সক্রিয় সদস্য ও বেপরোয়া প্রকৃতির সন্ত্রাসী হিসেবে এলাকায় পরিচিত। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুভ হত্যাকাণ্ডের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানানো হয়।
মামলার এজাহার অনুযায়ী,গত ৩ অক্টোবর রাত ৯টার দিকে বেগমগঞ্জের একলাশপুর ইউনিয়নের কল্লা মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জেরে শুভসহ কয়েকজন সন্ত্রাসী কিশোর মারওয়ান হোসেন বিজয়ের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে তিন শতাধিক কোপ দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত বিজয়কে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যু হয়।
ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে শুভকে আটক করে।
গ্রেফতার শুভকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।