ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

মিরপুরে বিশ্বরেকর্ড, ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ স্পিন বোলিং

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গড়েছে ক্রিকেট ইতিহাসের এক অনন্য রেকর্ড। ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্পিন বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়েছে দুই দল। এমন ঘটনা এর আগে ক্রিকেট ইতিহাসে কখনও দেখা যায়নি। তবে রেকর্ডগড়া এই ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার (২১ অক্টোবর) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই দলের স্পিনাররা মিলে মোট ৯৩ ওভার বল করেন। ম্যাচটি গড়ায় সুপার ওভারে, ফলে মোট ওভার হয় ১০২। এর ফলে ভেঙে যায় ২০১৯ সালে ভারতের দেহরাদুনে অনুষ্ঠিত আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে গড়া ৭৮.২ ওভারের স্পিন বোলিংয়ের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজ তাদের পূর্ণ ৫০ ওভারের ইনিংস সম্পন্ন করে পাঁচ বোলারের সমন্বয়ে। এরপর বাংলাদেশের ইনিংসে স্পিনাররা বল করেন ৪২ ওভার, আর পেসার মুস্তাফিজুর রহমান বল করেন ৮ ওভার। সুপার ওভারে বাংলাদেশের হয়ে বল করেন মুস্তাফিজ এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে স্পিনার আকিল হোসেন। সব মিলিয়ে দুই দলের স্পিনাররা মিলে বল করেন ৯৩ ওভার, যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ।

এর আগের রেকর্ডটি ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে, যেখানে স্পিনাররা বল করেছিলেন ৭৮.২ ওভার। তৃতীয় স্থানে রয়েছে ১৯৯৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, যেখানে স্পিন হয়েছিল ৭৬ ওভার।

মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচটি জয় দিয়ে রাঙাতে না পারলেও, রেকর্ড বইয়ে নিজেদের নাম তুলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট পরিসংখ্যানে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মিরপুরে বিশ্বরেকর্ড, ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ স্পিন বোলিং

আপডেট সময় : ০১:৩৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে গড়েছে ক্রিকেট ইতিহাসের এক অনন্য রেকর্ড। ওয়ানডে ম্যাচে এখন পর্যন্ত সবচেয়ে বেশি স্পিন বোলিংয়ের বিশ্বরেকর্ড গড়েছে দুই দল। এমন ঘটনা এর আগে ক্রিকেট ইতিহাসে কখনও দেখা যায়নি। তবে রেকর্ডগড়া এই ম্যাচে জয় পায়নি বাংলাদেশ।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার (২১ অক্টোবর) মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দুই দলের স্পিনাররা মিলে মোট ৯৩ ওভার বল করেন। ম্যাচটি গড়ায় সুপার ওভারে, ফলে মোট ওভার হয় ১০২। এর ফলে ভেঙে যায় ২০১৯ সালে ভারতের দেহরাদুনে অনুষ্ঠিত আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে গড়া ৭৮.২ ওভারের স্পিন বোলিংয়ের রেকর্ড।

ওয়েস্ট ইন্ডিজ তাদের পূর্ণ ৫০ ওভারের ইনিংস সম্পন্ন করে পাঁচ বোলারের সমন্বয়ে। এরপর বাংলাদেশের ইনিংসে স্পিনাররা বল করেন ৪২ ওভার, আর পেসার মুস্তাফিজুর রহমান বল করেন ৮ ওভার। সুপার ওভারে বাংলাদেশের হয়ে বল করেন মুস্তাফিজ এবং ওয়েস্ট ইন্ডিজের পক্ষে স্পিনার আকিল হোসেন। সব মিলিয়ে দুই দলের স্পিনাররা মিলে বল করেন ৯৩ ওভার, যা ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ।

এর আগের রেকর্ডটি ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার ম্যাচে, যেখানে স্পিনাররা বল করেছিলেন ৭৮.২ ওভার। তৃতীয় স্থানে রয়েছে ১৯৯৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, যেখানে স্পিন হয়েছিল ৭৬ ওভার।

মিরপুরে অনুষ্ঠিত এই ম্যাচটি জয় দিয়ে রাঙাতে না পারলেও, রেকর্ড বইয়ে নিজেদের নাম তুলেছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট পরিসংখ্যানে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে থাকবে।