
ভোলার মনপুরা উপজেলায় পুকুর থেকে আলম মাঝি (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফকিরহাট গ্রামের নিজ বাড়ির পাশে একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলম মাঝি ওই গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে। তিনি হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে আলম মাঝি নৌকা দেখতে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। তার স্ত্রী ও স্বজনেরা রাতভর অপেক্ষা করলেও কোনো খোঁজ পাননি।
সকালে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হলে সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের বেড়িবাঁধের বাইরে পুকুর পাড়ে আলম মাঝির জুতা ও মোবাইল ফোন পড়ে থাকতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই পুকুরে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয় এবং একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।