ঢাকা ০১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

মায়ামিতে বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ বাতিল করল লা লিগা

ছবি : সংগৃহীত

লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের বাইরে আয়োজিত হওয়ার কথা ছিল একটি প্রতিযোগিতামূলক ম্যাচ। তবে স্পেনের অভ্যন্তরীণ অনিশ্চয়তা ও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার মায়ামি ম্যাচটি।

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু লা লিগা মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনের রাজনৈতিক ও সাংগঠনিক অস্থিরতা বিবেচনায় নিয়ে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই প্রকল্পটি স্প্যানিশ ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি ঐতিহাসিক সুযোগ ছিল। দুঃখজনকভাবে, আমরা তা বাস্তবায়ন করতে পারছি না।’

ম্যাচটি আয়োজন নিয়ে প্রথম থেকেই কিছু বিরোধিতা ছিল। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক প্রকাশ্যে ম্যাচটির বিপক্ষে মত দেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, চ্যাম্পিয়ন্স লিগসহ টানা ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের ৭ হাজার ২০০ কিলোমিটার ভ্রমণ করানো যুক্তিযুক্ত নয়।

মায়ামিতে ম্যাচটি নিয়ে টিকিট বিক্রির প্রস্তুতিও চলছিল। মঙ্গলবার থেকে টিকিট প্রি-সেল শুরু হওয়ার কথা থাকলেও আয়োজকেরা তা স্থগিত করে। এরপরই পুরো ইভেন্ট বাতিলের ঘোষণা আসে।

এখন নির্ধারিত সময়ে ও সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের ঘরের মাঠে, স্পেনেই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী আর নেই

মায়ামিতে বার্সেলোনা-ভিয়ারিয়াল ম্যাচ বাতিল করল লা লিগা

আপডেট সময় : ০৬:০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

লা লিগার ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপের বাইরে আয়োজিত হওয়ার কথা ছিল একটি প্রতিযোগিতামূলক ম্যাচ। তবে স্পেনের অভ্যন্তরীণ অনিশ্চয়তা ও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার মায়ামি ম্যাচটি।

ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু লা লিগা মঙ্গলবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্পেনের রাজনৈতিক ও সাংগঠনিক অস্থিরতা বিবেচনায় নিয়ে ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই প্রকল্পটি স্প্যানিশ ফুটবলকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি ঐতিহাসিক সুযোগ ছিল। দুঃখজনকভাবে, আমরা তা বাস্তবায়ন করতে পারছি না।’

ম্যাচটি আয়োজন নিয়ে প্রথম থেকেই কিছু বিরোধিতা ছিল। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক প্রকাশ্যে ম্যাচটির বিপক্ষে মত দেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, চ্যাম্পিয়ন্স লিগসহ টানা ব্যস্ত সূচিতে খেলোয়াড়দের ৭ হাজার ২০০ কিলোমিটার ভ্রমণ করানো যুক্তিযুক্ত নয়।

মায়ামিতে ম্যাচটি নিয়ে টিকিট বিক্রির প্রস্তুতিও চলছিল। মঙ্গলবার থেকে টিকিট প্রি-সেল শুরু হওয়ার কথা থাকলেও আয়োজকেরা তা স্থগিত করে। এরপরই পুরো ইভেন্ট বাতিলের ঘোষণা আসে।

এখন নির্ধারিত সময়ে ও সূচি অনুযায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের ঘরের মাঠে, স্পেনেই।