ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

গাজা পুনর্গঠন ও শান্তি পরিকল্পনা, হামাস-ফাতাহ বৈঠক কায়রোয়

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে গাজা যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কায়রোয় বৈঠকে বসেছে হামাস ও ফাতাহ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিশরের আল-কাহেরা নিউজ চ্যানেলের খবরে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ নেতা ও প্রধান আলোচক খালিল আল-হাইয়া। ফাতাহ দলের প্রতিনিধিত্ব করছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেইখ এবং গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ।

এছাড়া কায়রোয় ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছে। নভেম্বরের দ্বিতীয়ার্ধে গাজা পুনর্গঠন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে মিশর।

মিশরের গোয়েন্দা প্রধান হাসান মাহমুদ রাশাদ ফিলিস্তিনি ডেমোক্রেটিক ফ্রন্টের মহাসচিব ফাহাদ সুলেইমানের সঙ্গে বৈঠক করেছেন যাতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা যায়। রাশাদ দিনের শুরুতে ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট ও গোয়েন্দা প্রধানের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলি সংসদের পশ্চিম তীর সংযুক্তির বিল স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

উল্লেখ্য, দুই বছরের সংঘাতের পর ১০ অক্টোবর যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবুও গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৮৯ জন নিহত এবং ৩১৭ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অভিযানে মোট ৬৮,২৮০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

র‍্যাব-৭ এর অভিযানে শিশু ধর্ষণ মামলার আসামি গিয়াস উদ্দিন আটক

গাজা পুনর্গঠন ও শান্তি পরিকল্পনা, হামাস-ফাতাহ বৈঠক কায়রোয়

আপডেট সময় : ০৫:০০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনে গাজা যুদ্ধবিরতির পরবর্তী পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কায়রোয় বৈঠকে বসেছে হামাস ও ফাতাহ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিশরের আল-কাহেরা নিউজ চ্যানেলের খবরে এ তথ্য জানানো হয়েছে।

হামাসের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন জ্যেষ্ঠ নেতা ও প্রধান আলোচক খালিল আল-হাইয়া। ফাতাহ দলের প্রতিনিধিত্ব করছেন ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেইখ এবং গোয়েন্দা প্রধান মাজেদ ফারাজ।

এছাড়া কায়রোয় ফিলিস্তিনি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যুক্তরাষ্ট্রের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা চলছে। নভেম্বরের দ্বিতীয়ার্ধে গাজা পুনর্গঠন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজনের প্রস্তুতিও নিচ্ছে মিশর।

মিশরের গোয়েন্দা প্রধান হাসান মাহমুদ রাশাদ ফিলিস্তিনি ডেমোক্রেটিক ফ্রন্টের মহাসচিব ফাহাদ সুলেইমানের সঙ্গে বৈঠক করেছেন যাতে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর মধ্যে জাতীয় ঐক্য গড়ে তোলা যায়। রাশাদ দিনের শুরুতে ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট ও গোয়েন্দা প্রধানের সঙ্গে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তিনি ইসরায়েলি সংসদের পশ্চিম তীর সংযুক্তির বিল স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন।

উল্লেখ্য, দুই বছরের সংঘাতের পর ১০ অক্টোবর যুক্তরাষ্ট্র, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। তবুও গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৮৯ জন নিহত এবং ৩১৭ জন আহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অভিযানে মোট ৬৮,২৮০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।