ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

এক সপ্তাহের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের পতনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ১৯ অক্টোবর বাজুস ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা দেশের বাজারে সর্বোচ্চ মূল্য ছিল। এ নিয়ে চলতি বছর ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে এবং ১৯ বার কমেছে। গত বছর ২০২৪ সালে ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প নিয়ে যাত্রা শুরু করল ZCF চট্টগ্রাম উত্তর জেলা

এক সপ্তাহের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম

আপডেট সময় : ১১:৩৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার (২২ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য তালিকা ঘোষণা করা হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামের পতনের কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দামে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ১৯ অক্টোবর বাজুস ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা, যা দেশের বাজারে সর্বোচ্চ মূল্য ছিল। এ নিয়ে চলতি বছর ৬৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৪৮ বার দাম বেড়েছে এবং ১৯ বার কমেছে। গত বছর ২০২৪ সালে ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যার মধ্যে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ভরিতে ৭৩৫ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৪৭০ টাকা। ২১ ক্যারেটের দাম ৫ হাজার ২১৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৪ হাজার ৪৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।