
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চলাকালীন এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার ছোট্ট মেয়ে কান্না করতে থাকে। এ সময় শিশুকে চড় মারার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সাত-আট বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরেছে। একপর্যায়ে উপস্থিত কেউ শিশুটির গালে চড় মারে, যার ফলে মেয়েটির কান্না আরও বেড়ে যায়। এরপর শিশুটিকে বাবার কাছ থেকে আলাদা করে নেওয়া হয়।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে শিশুকে চড় মারার ঘটনায় পুলিশের তীব্র সমালোচনা করেছেন। কেউ লিখেছেন, “বাচ্চার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” অপর একজন মন্তব্য করেছেন, “যে চড়টি দিয়েছে, নিশ্চয় সে কোনো সন্তানের বাবা নয়।”
কিছু আওয়ামী লীগপন্থি ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি আওয়ামী লীগ কর্মী এবং চড়টি পুলিশ দিয়েছে।
তবে অনুসন্ধানে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী দু’পক্ষের সংঘর্ষে মো. জাহিদ নামে এক তরুণ নিহত হন। রাতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। জাহিদ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে রুস্তম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সময় তার মেয়ে সঙ্গে ছিল।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, “ভিডিওটি আমাদের নজরে এসেছে। গ্রেপ্তারের সময় শিশুটি বাবার কাছে চলে আসে, তখন কেউ একজন তাকে চড় মারে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।”
ডেস্ক নিউজ/নিউজ টুডে 


























