ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ভারতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ স্থগিত, সমর্থকদের জন্য দুঃসংবাদ

আগামী মাসে ভারতে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দলের। অনেক ভক্তই লিওনেল মেসিকে ভারতের মাটিতে খেলতে দেখার অপেক্ষায় ছিলেন। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা দল নভেম্বর মাসে ভারতে খেলবে না।

জানা গেছে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১৭ নভেম্বরের জন্য নির্ধারিত ম্যাচটি ফিফার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজন করা হবে। মূলত ফিফার অনুমোদন পেতে দেরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রডকাস্টিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো অগাস্টিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, লিওনেল স্কালোনির নেতৃত্বে দল নভেম্বর মাসে অনুশীলনের জন্য প্রথমে স্পেন সফরে যাবে। এরপর ১৪ নভেম্বর তারা অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একমাত্র প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ শেষে দল দক্ষিণ আমেরিকায় ফিরে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালাবে।

অ্যান্টো অগাস্টিন বলেন, “ফিফার অনুমোদন পেতে দেরি হওয়ায় নভেম্বর উইন্ডোর জন্য নির্ধারিত ম্যাচ স্থগিত করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরালায় অনুষ্ঠেয় ম্যাচটি পরবর্তী উইন্ডোতে আয়োজিত হবে। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।”

তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটি সুখবর হলো, ভারত সফর যথাসময়ে না হলেও লিওনেল মেসি পূর্বনির্ধারিত সময়েই ভারত সফর করবেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র পুনরুদ্ধারের সংকল্প নিয়ে যাত্রা শুরু করল ZCF চট্টগ্রাম উত্তর জেলা

ভারতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ স্থগিত, সমর্থকদের জন্য দুঃসংবাদ

আপডেট সময় : ০২:৫২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

আগামী মাসে ভারতে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দলের। অনেক ভক্তই লিওনেল মেসিকে ভারতের মাটিতে খেলতে দেখার অপেক্ষায় ছিলেন। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হলো, আর্জেন্টিনা দল নভেম্বর মাসে ভারতে খেলবে না।

জানা গেছে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১৭ নভেম্বরের জন্য নির্ধারিত ম্যাচটি ফিফার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজন করা হবে। মূলত ফিফার অনুমোদন পেতে দেরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রডকাস্টিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো অগাস্টিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, লিওনেল স্কালোনির নেতৃত্বে দল নভেম্বর মাসে অনুশীলনের জন্য প্রথমে স্পেন সফরে যাবে। এরপর ১৪ নভেম্বর তারা অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একমাত্র প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ শেষে দল দক্ষিণ আমেরিকায় ফিরে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালাবে।

অ্যান্টো অগাস্টিন বলেন, “ফিফার অনুমোদন পেতে দেরি হওয়ায় নভেম্বর উইন্ডোর জন্য নির্ধারিত ম্যাচ স্থগিত করা হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরালায় অনুষ্ঠেয় ম্যাচটি পরবর্তী উইন্ডোতে আয়োজিত হবে। আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।”

তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য একটি সুখবর হলো, ভারত সফর যথাসময়ে না হলেও লিওনেল মেসি পূর্বনির্ধারিত সময়েই ভারত সফর করবেন।