ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্তে সংঘাত বন্ধে রোববার চুক্তি, সাক্ষী থাকবেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

থাইল্যান্ড আগামী রোববার (২৬ অক্টোবর) কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করবে। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাক্ষর অনুষ্ঠানের স্থান হবে মালয়েশিয়ার কুয়ালালামপুর।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, সাবেক রানী সিরিকিতের মৃত্যুর কারণে তিনি আসিয়ান সম্মেলনে অংশ নেবেন না, তবে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য রোববার মালয়েশিয়ায় উপস্থিত হবেন এবং চুক্তি স্বাক্ষরের পর দেশে ফিরে আসবেন।

গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে পাঁচ দিনব্যাপী সংঘর্ষে বহু মানুষ নিহত ও প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে মধ্যস্থতা করেছিলেন। এবারও তার উপস্থিতিতেই চুক্তি স্বাক্ষর হবে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান বার্ষিক সম্মেলনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি দল। সম্মেলনের সময় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন। এছাড়াও, পূর্ব তিমুরকে আনুষ্ঠানিকভাবে আসিয়ানের ১১তম সদস্য হিসেবে স্বাগত জানানো হবে।

এদিকে ট্রাম্প এশিয়া সফরের পথে সাংবাদিকদের জানান, ব্রাজিলের ওপর শুল্ক হ্রাসের বিষয় ‘সঠিক পরিস্থিতি অনুযায়ী’ বিবেচনা করা হতে পারে। তবে কানাডার সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

সামগ্রিকভাবে, এই সম্মেলন দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখা, সীমান্ত সংঘাত নিয়ন্ত্রণ এবং বাণিজ্য আলোচনায় আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

থাইল্যান্ড-কম্বোডিয়ার সীমান্তে সংঘাত বন্ধে রোববার চুক্তি, সাক্ষী থাকবেন ট্রাম্প

আপডেট সময় : ০৩:০০:২২ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

থাইল্যান্ড আগামী রোববার (২৬ অক্টোবর) কম্বোডিয়ার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করবে। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাক্ষর অনুষ্ঠানের স্থান হবে মালয়েশিয়ার কুয়ালালামপুর।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, সাবেক রানী সিরিকিতের মৃত্যুর কারণে তিনি আসিয়ান সম্মেলনে অংশ নেবেন না, তবে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য রোববার মালয়েশিয়ায় উপস্থিত হবেন এবং চুক্তি স্বাক্ষরের পর দেশে ফিরে আসবেন।

গত জুলাইয়ে দুই দেশের সীমান্তে পাঁচ দিনব্যাপী সংঘর্ষে বহু মানুষ নিহত ও প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজে মধ্যস্থতা করেছিলেন। এবারও তার উপস্থিতিতেই চুক্তি স্বাক্ষর হবে।

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান বার্ষিক সম্মেলনে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধি দল। সম্মেলনের সময় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার, চীনের উপপ্রধানমন্ত্রী হে লিফেংর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বাণিজ্য আলোচনা করবেন। এছাড়াও, পূর্ব তিমুরকে আনুষ্ঠানিকভাবে আসিয়ানের ১১তম সদস্য হিসেবে স্বাগত জানানো হবে।

এদিকে ট্রাম্প এশিয়া সফরের পথে সাংবাদিকদের জানান, ব্রাজিলের ওপর শুল্ক হ্রাসের বিষয় ‘সঠিক পরিস্থিতি অনুযায়ী’ বিবেচনা করা হতে পারে। তবে কানাডার সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

সামগ্রিকভাবে, এই সম্মেলন দক্ষিণ-পূর্ব এশিয়ার স্থিতিশীলতা বজায় রাখা, সীমান্ত সংঘাত নিয়ন্ত্রণ এবং বাণিজ্য আলোচনায় আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হচ্ছে।