
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) তুরাগ থানা শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে মুজাহিদুল ইসলাম চৌধুরী (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি মিছিলে ডামি রাইফেল দেখিয়ে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিলেন।
তুরাগ থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে একটি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন ব্যক্তি খালপাড় পুলিশ বক্সের পাশে গণজমায়েত করে অবৈধ অস্ত্র প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে ভয়ভীতি দেখাচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
পরে স্থানীয়দের মোবাইল ভিডিও ও জিজ্ঞাসাবাদে মিছিলে অস্ত্র প্রদর্শনকারী মুজাহিদুল ইসলাম চৌধুরীকে শনাক্ত করা হয়। উত্তরা পশ্চিম থানার ১২ নং সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে ডামি রাইফেলসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশের প্রক্রিয়াধীন আইনানুগ ব্যবস্থা অনুযায়ী জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 


























