ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২

ইয়েমেনে হুতিরা সাত জাতিসংঘ কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক

ছবি : সংগৃহীত

ইয়েমেনের রাজধানী সানা থেকে হুতি বিদ্রোহীরা শুক্রবার (২৪ অক্টোবর) সাতজন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। হুতির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, তারা ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এটি জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে হুতিদের সাম্প্রতিক আটককাণ্ডের অংশ। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ কর্মীকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ১৫ জন বিদেশি ছিলেন। পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয়।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, বর্তমানে সংস্থার ৫৫ জন কর্মী হুতিদের হেফাজতে আছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে হুতি নিয়ন্ত্রিত এলাকায় কার্যক্রম নতুনভাবে বিবেচনা করতে হচ্ছে।

হুতিবিরোধী ইয়েমেন সরকার এই নতুন আটকের নিন্দা জানিয়ে এটিকে উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী ‘প্রতিরোধ জোট’ এর অংশ। গাজা যুদ্ধের পর থেকে তারা লোহিত সাগর ও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। আগস্টে এক বড় হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য নিহত হন।

জাতিসংঘ গত সেপ্টেম্বর থেকে তাদের মানবিক কার্যক্রম সানা থেকে এডেনে স্থানান্তর করেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে হুতিরা সাত জাতিসংঘ কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক

আপডেট সময় : ০৪:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

ইয়েমেনের রাজধানী সানা থেকে হুতি বিদ্রোহীরা শুক্রবার (২৪ অক্টোবর) সাতজন জাতিসংঘ কর্মীকে আটক করেছে। হুতির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, তারা ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এটি জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে হুতিদের সাম্প্রতিক আটককাণ্ডের অংশ। এর আগে গত সপ্তাহে জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ কর্মীকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ১৫ জন বিদেশি ছিলেন। পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয়।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন, বর্তমানে সংস্থার ৫৫ জন কর্মী হুতিদের হেফাজতে আছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে হুতি নিয়ন্ত্রিত এলাকায় কার্যক্রম নতুনভাবে বিবেচনা করতে হচ্ছে।

হুতিবিরোধী ইয়েমেন সরকার এই নতুন আটকের নিন্দা জানিয়ে এটিকে উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে।

ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী ‘প্রতিরোধ জোট’ এর অংশ। গাজা যুদ্ধের পর থেকে তারা লোহিত সাগর ও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। আগস্টে এক বড় হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য নিহত হন।

জাতিসংঘ গত সেপ্টেম্বর থেকে তাদের মানবিক কার্যক্রম সানা থেকে এডেনে স্থানান্তর করেছে।