ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

কানাডার ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে রয়েছে কানাডায় প্রচারিত একটি বিতর্কিত বিজ্ঞাপন। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ভাষণ ব্যবহার করা হয়, যেখানে শুল্কনীতি নিয়ে নেতিবাচক বক্তব্য তুলে ধরা হয়েছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে ফেলা উচিত ছিল, কিন্তু কানাডা ওয়ার্ল্ড সিরিজ চলাকালীন সময়ে এটি প্রচার করেছে এটা একধরনের প্রতারণা। তিনি আরও যোগ করেন, তথ্য বিকৃতি ও শত্রুতাপূর্ণ আচরণের কারণে আমি বিদ্যমান শুল্কের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিচ্ছি।

এর আগে, বৃহস্পতিবার রাতেই ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, কানাডার আচরণের ভিত্তিতে তাদের সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখনই সমাপ্ত ঘোষণা করা হলো।

 বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশে তৈরি হয়, যেখানে ১৯৮০ এর দশকে রিগ্যানের দেওয়া এক বক্তব্য ব্যবহার করা হয়। সেখানে রিগ্যান সতর্ক করেছিলেন, অতিরিক্ত শুল্ক মার্কিন অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দর স্টেশনে ট্রেন থেকে অস্ত্র-গুলির ট্রলি ব্যাগ উদ্ধার

কানাডার ওপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আপডেট সময় : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের এই পদক্ষেপের পেছনে রয়েছে কানাডায় প্রচারিত একটি বিতর্কিত বিজ্ঞাপন। বিজ্ঞাপনটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ভাষণ ব্যবহার করা হয়, যেখানে শুল্কনীতি নিয়ে নেতিবাচক বক্তব্য তুলে ধরা হয়েছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প বলেন, বিজ্ঞাপনটি অবিলম্বে সরিয়ে ফেলা উচিত ছিল, কিন্তু কানাডা ওয়ার্ল্ড সিরিজ চলাকালীন সময়ে এটি প্রচার করেছে এটা একধরনের প্রতারণা। তিনি আরও যোগ করেন, তথ্য বিকৃতি ও শত্রুতাপূর্ণ আচরণের কারণে আমি বিদ্যমান শুল্কের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিচ্ছি।

এর আগে, বৃহস্পতিবার রাতেই ট্রাম্প কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বাতিলের ঘোষণা দেন। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, কানাডার আচরণের ভিত্তিতে তাদের সঙ্গে সব বাণিজ্য আলোচনা এখনই সমাপ্ত ঘোষণা করা হলো।

 বিজ্ঞাপনটি কানাডার অন্টারিও প্রদেশে তৈরি হয়, যেখানে ১৯৮০ এর দশকে রিগ্যানের দেওয়া এক বক্তব্য ব্যবহার করা হয়। সেখানে রিগ্যান সতর্ক করেছিলেন, অতিরিক্ত শুল্ক মার্কিন অর্থনীতির জন্য ক্ষতিকর হতে পারে।