
তুরস্ক সফলভাবে নতুন এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান রকেটসান এই পরীক্ষাটি সম্পন্ন করে।
তুরস্কের প্রতিরক্ষাশিল্প সচিবালয়ের প্রধান হালুক গোরগুন সামাজিক যোগাযোগমাধ্যম এনসোশ্যাল-এ এক পোস্টে পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, এটি নীরব প্রস্তুতির ফল, আকাশে আঁকা এক স্বাক্ষর। আজ একটি সুন্দর দিন আরও একটি সফল পরীক্ষা।
গোরগুন জানান, ক্ষেপণাস্ত্রটির পাল্লা ও নির্ভুলতা আরও বাড়াতে ধারাবাহিকভাবে উন্নয়ন কাজ চলছে। তিনি রকেটসান এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তুরস্ক তাইফুন নামের স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।
রকেটসানের প্রধান মুরাত ইকিনচি গত জুলাইয়ে জানিয়েছিলেন, তাইফুনের উন্নত সংস্করণ ‘ব্লক–৪’এর পরীক্ষামূলক উৎক্ষেপণ শিগগিরই শুরু হবে।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই সফল পরীক্ষাগুলো তুরস্কের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়নের সক্ষমতাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে গেছে।
ডেস্ক নিউজ/নিউজ টুডে 



























